শওকত আলীর রচিত ‘দক্ষিণায়নের দিন’, ‘কুলায় কালস্রোত’ এবং ‘পূর্বরাত্রি পূর্বদিন’ যেগুলোকে ত্রয়ী উপন্যাস বলা হয়। এই তিনটি উপন্যাস একত্রে প্রকাশ করেছে ‘বিশ্বসাহিত্য ভবন’ এবং বইটির নামকরণ করা হয় ‘দক্ষিণায়নের দিন’ নামে। বইগুলো এর আগে প্রকাশ করেছিল ‘বিদ্যাপ্রকাশ’। কিন্তু লেখক অসুস্থ হয়ে গেলে তার সাথে প্রতারণা করে বিদ্যাপ্রকাশ, এমন কথা স্ট্যাম্পে লিখিতভাবে উল্লেখ করে স্বাক্ষর করে গেছেন লেখক নিজে। সুতরাং বইগুলো কেউ কিনলে প্রকাশক দেখে কিনবেন। লেখকের এই ত্রয়ী উপন্যাস ‘ফিলিপস সাহিত্য পুরস্কার’ প্রাপ্ত হয় ১৯৮৬ সালে। আমার বেশ পছন্দের একটি বইয়ের তিনটি উপন্যাস, একটি কালের প্রবাহ। আপনারাও পড়ে ফেলতে পারেন।