Uronto Residencial Art Exchange Program _Season 5_ P.K. Sen Palace

উন্মাদ বিনাশ

তবে যদি শেষ আলোর মতন পুনরায়
কিছু বাক্য ফুটে ওঠে বুকের খাঁচায়,
নির্বিকার হতে না চায় শব্দের ঢল, বাঁধ মানে না
ঘর্মাক্ত দুটি হাতের চুম্বনের ঝুম তোলে ঢেউ
শেষ বেলায়।
দুমড়ে মুচড়ে ঠায় চেপে ধরে রাখি নিরবতায়,
প্রার্থনাগুলো খুন হয়ে যায় কালো মুখে শক্ত চোয়ালে,
গোপনে।
আমাকে ফিরতে হয় ক্লান্ত কয়েকফোঁটা শুকনো ঘাম
আর কিছুটা উন্মাদ বিনাশ নিয়ে।
এদিকে গৃহ ডাকে না, তৈরি হয় যাযাবর পথ।
এবং ওদিকে, ওদিকে রচনা হয় ঘুনপোকার সংসার।

© Shihab Shahariare Khan || developed by digibinary ||