তখন দেয়ালে তারা মিথ্যা কথা লিখত না
কখনও সত্য চেপে যেত না;
যা লিখত তা ছিল তাদের অপার বিশ্বাস।
এখন মনে হয় ওরা ফুল কেটে ফেলে দিতে জানে
প্রয়োজনে উপড়ে ফেলতে পারে গাছটাও;
শুধু ওরা একটা প্রলয় আটকে দিতে পারে না।
কালো ছায়া হয়ে যেতে পারে ওরা,
ভয়ঙ্কর কালো ছায়া। ওদের রঙ নেই, মুখ নেই, শরীর নেই
ধর্ম নেই, ওরা শুধু ছায়া, ভয়ংকর কালো ছায়া।
© Shihab Shahariare Khan ||