তোমার ঝরঝরে আলোয় সৃষ্ট কবিতারা
নিদারুণ সত্য দাবী করে নিজেকে।
কি নিদারুণ সত্য? কি সত্য? কি-ই বা মিথ্যে?
নিজেকে ভিজিয়ে, কবিতাকে পুড়িয়ে
নামে রেখেছে বিপ্লব। কি বিপ্লব? কে বিপ্লব? কোনটা বিল্পব?
কিছুই বিল্পব না, কিছুই সত্য না।
টাকা চুরি হয়ে গিয়েছে
সোনা চুরি হয়েছে
রাতারাতি কয়লা সয়েছে চুরি
ঘুমে থেকে উঠে যেকোন দিন শুনতে হবে – আমিও গিয়েছি চুরি।
ধাক্কা খেয়ো না যেন।
প্রেম না হলেও, অপ্রেম তো ছিল। তাই বলে ক্রসফায়ার?
© Shihab Shahariare Khan ||