কালো হতে হতে আবছা হয়ে আছে স্থির অন্ধকার
মুখের উপরে ফ্যান ঘটরঘটরঘটর ধ্বনিতে ঘুরছে
মশারির কম্পমান দেহ ঢলে পড়তে চাইছে শরীরে
পাশে বসে শ্রান্তিহীন বইগুলো ক্লান্তি মেখে ঝিমুচ্ছে।
আজ আর নয় উল্টানো পৃষ্ঠা, মেটাতে শব্দ তেষ্টা
একটি মোম বসে গ্লাসের ভেতর করছে রিলাক্স
গ্লাস বসে আছে টেবিলের ওপর পাশে সরল ফ্লাক্স।
তার পাশে সোফায় দাঁড়ানো গীটার, কেদারায় শার্ট
বুকের ভিতর থেকে তরঙ্গ তালে জানান দিচ্ছে হার্ট,
নির্দিষ্ট হালে নাক ছেড়ে দিচ্ছে সমাধির জীবাণু আয়ু
সবকিছু সচল। কোথাও থেমে যাওয়া নেই এতটুকু।
© Shihab Shahariare Khan ||