সভ্যমহোদয়গণ, বহুকাল প্রতীক্ষায় আছি।
রাজনীতির গর্ভপাত কিংবা অসম্ভবের দেহে প্রণাম ঠোকা
রীতিমত সবকিছুই মনে হয় ইদানিং বিরক্তের সর্বনাম।
সমুদ্রকে একফোঁটা পানি উপহার দেয়ার মতন
অবাঞ্চিত করে তোলে সবকিছু, সহ্য হয় না আর।
একসময় এই রাজপথে জেনারেল ছিল মেজর ছিল
তবে সেই সবকিছু আজ আর টানে না, বিরক্ত হই।
ভীষনভাবে বদলে যাওয়ার খুব প্রয়োজন দেখা দিয়েছে কি?
কাল সারারাত সব তারা ডুবে গিয়েছে, চাঁদ পিটপিট করেছে
ট্রেন ফেলে রেখে ষ্টেশন দৌড়ে গিয়েছে রাস্তায়
বাস ফেলে যাত্রী দৌড়েছে নিজেই অন্য মন ধার করে
সমুদ্র ছেড়ে পানি হেঁকে বেড়িয়েছে স্থলে, নাকি
দালান ফেলে পাতাল দৌড়ে বেড়িয়েছে কে জানাবে?
পা ফেলে একা দুটো জুতো হেঁটে চলে গেছে, কতদূরে গিয়ে
নববধূ ফেলে দিয়ে এক পালকি ছুটেছে নিজেই, হয়ত তাই
বাসরঘর ফেলে পালঙ্ক বাগানে গিয়ে থম ধরে বসে আছে।
কাল ঝিমানো রাতে মন্ত্রীদের ফেলে পার্লামেন্ট ঘুরেছে শহরে,
মাতাল যেমন দিকবিদিক ঘোরে সঠিক গন্তব্য নির্ণয় করে।
অতঃপর শরীরের মধ্যে এসে ঝেঁকেছে অন্য শরীর
অপার মস্তিষ্কের মধ্যে গিয়ে বসেছে অন্য মস্তিষ্ক।
সাবধান সভ্যমহোদয়গণ – বহুকাল প্রতীক্ষায় আছি।
সময়টা প্রকৃত ভাল যাচ্ছে না, আর নেয়া যাচ্ছে না।
© Shihab Shahariare Khan ||