দুঃখের যে ভাষা ভুলতে গিয়ে হয়েছ তুমি হাস্যবৃক্ষ
বাগানে ঢেলে দিয়েছ নয়া বন্দনার নয়া শৌর্য
আমি সে বিন্যাসে বিনাশ দেখে হয়ে রই স্থবির।

ফিস ফিস শব্দ হয়, শির শির ডেকে ওঠে শরীর
পৃথিবী বেয়ে নেমে যায় দংশন, সাঁতার কাটে বৃক্ষের দল
মস্তিস্ক কানায় কানায় দখল নেয় দ্রোহী – তবে চল।

জলরাশি বিমোহিত হয়ে পড়লে শেকড় গজায়
তোমার ভেতর অবিরত যে শিশু কথা কয়
ঈশ্বর, আমি হয়েছি যে তার পিতা জগতময়।

 

কূটাভাস

© Shihab Shahariare Khan ||