রাত হয়েছে অনেক, তোমার ঘুম পেয়েছে?
ঘুমাও তুমি, আমার ঘুম হয়েছে উধাও।
রাত হয়েছে আরও অনেক, আমার ঘুম পায় না আর
ঘুম এসেছে যাদের, নির্ঘাত তারা নয় সংখ্যালঘুর হার(%)।
পানির রঙ লাল হয়েছে, আজ মাটি রঙও লাল
ওরা সংখ্যালঘু নয়, জয় বাংলার সন্তান।
একই মাটির প্রাণ ওরা, একই যুদ্ধ ছিল যার
সংখ্যালঘু বলতে বুঝি গণতন্ত্রের হার।
ওরে ওরা সংখ্যালঘু নয়
বাংলাদেশের শিরায় ওদেরও রক্ত বয়,
ওরা সংখ্যালঘু নয়
ওদের ধমনীও যে এই বাংলার কথা কয়।
জীবন বাঁচার
জীবন পড়ে মার খাবার নয়।
জীবন উঠে দাঁড়াবার
জীবন শুধু দেখে আয়ু ফুরাবার নয়।
সংখ্যালঘু একটি উৎস, একটি বানোয়াট নাম মাত্র
যা তৈরি করে শুধু বিশেষ মহলের উপলক্ষ ক্ষেত্র।
সংখ্যালঘু বলতে কিছু নেই, কোন দ্বি-জাতি তত্ত্ব নেই
আমরা স্ব-জাতি, আমরা স্ব-দেশী, আমরা বাংলাদেশী।
জ্বলেছি, পুড়েছি, মরেছি, সভ্য মুখোশের হয়েছি আহার
দেখেছি, জেনেছি, বুঝেছি কুৎসিত স্বার্থে ধর্মের ব্যবহার।
আমি নামে মুসলমান, আমি কাজেও মুসলমান ভাই
সংখ্যালঘুর কারাগারে আমি মানুষের মুক্তি চাই।
© Shihab Shahariare Khan ||