আমি ফেলানী,
ঐ কাডাতারের ধারেই আমার বাড়ি।
আমার ম্যালা কাম,
সময় পাই না।
বাজানরে ভাত রাইন্ধা খাওয়াই।
গরুরে ভাতের মাড় দেই, গরু চড়াই,
কাপড় কাচি, বাসন মাজি।
মাডির পুতুল খেলতে আমার এত্ত ভাল লাগত,
জামাই পুতুলডা আমার খুব পছন্দের আছিল।
এহন খেলতে পারি না, বড় হইয়া গেছি যে।

বাড়ির উডানে কোট আইক্যা কুতকুত খেলি।
দিন গুলান চইল্যা যায়।
মাজে মাজে মনডা কেমন জানি করেও
ক্যান জানি, কে জানে!
উদাস লাগে তহন।
একদিন হাডতে হাডতে দূরে গেছিলাম গা।
বুজতে পারি নাই।

হঠাৎ একটা গুলিতে পইড়া গ্যালাম।
বিদেশী গুলি।
আমারে ওরা ছেঁচড়াইয়া টাইন্না নিয়া
ঝুলাইয়া রাখল, কাডাতারের লগে।
কাডাতারে যহন ঝুইল্লা আছিলাম আমার তহন
একটু পানি খাইতে মন চাইছিল।
গলাডা কেমন কাঠ হইয়া গেছিল।
পানি চাইলাম,
অরা দিলোনা।

অগোরে কিছু কওয়ার নাই।
অরা ঠিক।
অরা অগো নীতিতে ঠিক
ভালবাসায় ঠিক
দেশপ্রেমে ঠিক,
অরা অগো ভালবাসে
তাই অরা অগো রক্ষা করে।
বিচারে তাই জওয়ান নির্দোষ হয়।

রক্ষার কোন ন্যায় নীতি নাই বোদহয়।
রক্ষা করা মানেই রক্ষা করা,
রক্ষা করা মানে বাঁচাইয়া দেওয়া।
রক্ষা করা মানে ভুল করা না
রক্ষা করা মানে অবিচার করা না।
তাই অরা পুরাই ঠিক।

কিন্তু কি করলা তোমরা?
আমি যে নির্দোষ প্রমাণ হইলাম না?
কি করলা তোমরা?
আমার জীবন নির্দোষ না?
আমার কোন বিচার হইতে পারে না?
কি কও?
কতা কও না ক্যান?

কারণ আছে, সব কিছুর কারণ থাহে।
তোমরা নিজেগো তো ভালবাসই না,
তোমরা তার পিছেই লাগো যে তোমার ভাল করে,
তাগো ভুইল্লা যাও যে তোমার লাইগা জান দেয়।
মনে পঙ্গু বানাইয়া ছাইড়া দাও
পিডে চাক্কু ঢুকাইয়া দাও
হাট, পা, মুখ সব বাইন্দা
কপালডায় পেরেক মাইরা দাও তারপর।
তোমরা স্বার্থপর, নিজেরডাই বোজো।
তোমরা সব কিছু লইয়া ব্যাবসা কর,
রাজনীতি কর।
তোমরা বিচার করতে পারোনা।
তোমরা বিচার আদায় করতে পারোনা।
ভুল কইরা তোমরা ভুলটাই কর,
ভুল কইরাও তোমরা ঠিকটা করতে পারোনা।
সাজাইতে পারোনা,
নষ্ট করতে তোমরা ওস্তাদ।


এই দ্যাশে মুক্তিযোদ্ধারা না খাইয়া মরে,
ভিক্ষার থালা লইয়া ঘোড়ে,
শেষমেষ ঋণের বোঝা টানতে না পাইরা
অপমান, লজ্জা সইতে না পাইরা আত্নহত্যা করে।
অরুণ বিকাশ দাসও হেই পথে গেল।
মুক্তিযোদ্ধারা সীমান্ত দিছে
সীমান্তে এহন কাডাতার বইছে।
আর তোমরা তাগো অবহেলা দিছো,
বুক ভইরা অপমান দিছো,
আর দিছো উদাম থাল।
বেডা গুলান না খাইয়া মইরা গেল
ফহিরের মত।
ওনারা আত্নহত্যা করে নাই, ওইগুলা খুন।
হের সব দায় তোমাগো,
তোমরা সব খুনি। তোমরা খুন করছো তাগো।

খালি ভাবো তো কি করছো তোমরা।

আচ্ছা ঠিক কইরা কও তো কি করছো তোমরা?
কার লাইগা কি করছো তোমরা?

আমার ঠিক বিচার হইছে
ঐ কাডাতার আমার বিচার।
সীমান্তের কাডাতার আমারে আপন কইরা লইছে।
তোমাগোও একদিন ঠিক বিচার হইবো,
দেইখো, কইয়া দিলাম।
দ্যাশের মধ্যে এহন কত কাডাতার বইতাছে
খোজ খবর লইও।

জোসেফ গোয়েবলস, আমাগো দ্যাশে ওইসব হয় না
“সকল অবক্ষয় আর নৈতিক দূষণের পরিসমাপ্তি” হয় না।
কি জানি! ফ্যাসিজম বইলা ফেলবে এখনই আমারে।

আমি ফেলানী,
আমার কোন খুনি নাই।
আমারে তাইলে মারল কে?
আমি ফেলানী,
মৃত্তুর পর মাডি ছাইড়া কাডাতারে থাহি।
আমি ফেলানী
আমার বিচার হইছে
ঐ কাডাতার আমার বিচার।

 


ফেলানী’র গান

© Shihab Shahariare Khan ||