কোন এক সত্য দিতে গিয়ে নিজে মিথ্যে হয়ে যেতে হয় বলে
সমাধি আরও অনেক নিচে পড়ে থাকে।
যেতে হয় বলে একজন চলে যায়
কিছুটা ক্রোধ আর বিনয় পরে থাকে জড়াজড়ি করে।

আকাশপানির ছেটা থেকে
শরীর বাঁচিয়ে শুকনো কুকুর এসে শুয়ে থাকে দুয়ারে
নির্ভয় হয় সব।
পৃথিবীর সর্বত্রই প্রবেশ;
সর্বত্রই পরিত্রাণ পথ শেকড় গজিয়ে ঘাপটি মেরে থাকে।
কুকুরটির বর্ন সাদাকালো।

এই সবকিছু শরীরের আচরণ; দিব্যর কথা বলে
যেখানে ইঁদুর কবর রচনা করে
সেখানটাতেই উটপাখির মাথা গুঁজে ডুবে থাকে
দার্শনিক পথ গুণতে শুরু করেন এরপর থেকেই।

পান্ডুলিপি

© Shihab Shahariare Khan ||