সবেমাত্র ধেয়ে যাওয়া ঝরে নিহত হয়েছ জেনে,
হৃদয়ের প্রান্তরে মাটির গল্প নতুন সাধ্য গোনে;
আজ তোমায় নিড়ানো হবে তাল পাখার বনে।
সেখানেও চারিদিকে মাঠ
চারিদিকে শস্য ক্ষেত
চারিদিকে চাষা
জন্ম নিতে গিয়ে গ্যাছে ঘুমিয়ে।
ঘুম ভাঙ্গে না আর; ঘুমিয়ে আছে
তোমার মতন জেগে।
ডাহুক যেমন প্রহর কাটায়
ঘরে
আহত
ডানা ঝাঁপটায়
বর্ষার প্রথম বৃষ্টির মোহে।
© Shihab Shahariare Khan || developed by digibinary ||