কয়েক’শ বছর পথ পাড়ি দেয়ার পর খুঁজে পেয়েছি
এক সুন্দর সবুজ শীষের দেশ।
এখানে মৌচাকে মৌমাছি প্রেমের খেলা খ্যালে
নাটাইয়ের ঘুড়ি আকাশের সাথে বন্ধনের গল্প বলে
খেয়াপাড়ের ডিঙ্গি সদ্য জন্মানো চরের সাথে বিচ্ছেদের ছক আঁকে।
এমন করেই পৃথিবীতে প্রেম আসে, বন্ধন ঘটে, বিচ্ছেদ কাঁদে।

এমনও একদিন আচমকা তুমি এলে।
হঠাৎ করেই জানতে চাইলে – “তুমি নাকি কবিতা লেখো?”
আমি হাটি। শব্দের জামা কাপড় খুলে দেখি। শালীন ভাবে, অশালীন ভাবে।
আমি খেলি, ওরা আমাকে খেলতে দেয়, অক্লান্তভাবে।
একদিন তোমার প্রতিধ্বনি হয় আমার ভেতর
তুমি আসো কাছে, শীত যেমন আসে ঘাসের ডগায়, লাউয়ের মাচায়,
জলের উপর ধোঁয়ার রূপে।
তারপর তুমি হাটো, আমার চোখে হাটো, বুকে হাটো, শিরায় হাটো,
রক্তে হাটো। মাথায় হাটো, হাটো অনুভূতিতে, আদরে, মায়ায়।
আমি শব্দের খেলা ভুলে যাই, আবার খুঁজি
তোমায় নিয়ে শব্দ খুঁজি
তোমার জন্য শব্দ খুঁজি
তোমার জন্য কবিতা বানাই।
আবার সব ছেড়ে দিয়ে শুধু তোমারে ভালবাসি
পৃথিবীর মতন- তোমায়
বুঝে বরণ করে নিয়েছি সব, ক্ষণিকের ধুমকেতুর মতন।
জানি বজ্রপাত হবে, আগুন জ্বলবে, ছাই হবে সব।
এমন করেই পৃথিবীতে প্রেম আসে, বন্ধন হয়,
বিচ্ছেদও কাঁদবে একদিন।

 

চিরন্তন কয়েক’শ বছর

© Shihab Shahariare Khan || developed by digibinary ||