অতটা আশা করেনি
যতটা কামনা করেছিল চালতা ফুল।
নাম তার অজানা ছিল, ছিলনা দুই একটা কূল।
সোডিয়ামের আলোয়
যদি গায়ের রং পাল্টে যায়
তবে আর শরীরের মূল্য থাকলো কই?
আবার পীচ থেকে
এক রাশি বেহায়া শুকনো ধুলো এসে
মাখামাখি করে গায়,
বেনামে হাত রাখে ঢেউনামা বুকে।
আমি হিন্দু না মুসলমান তাতে কি এসে যায় –
ক্ষুদার যন্ত্রণায় মরেই যদি যাই ধুকে?
© Shihab Shahariare Khan ||