তবুও থেকে যেতে চাই প্রদীপের নিন্মের
আঁধারের সাথে মিশে অন্ধকার হয়ে;
বর্ষার প্রথম বৃষ্টিতে চুপ করে থেকে
নিমেষ আহত ডানা ঝাপটানো ডাহুকের মতন।
এই সুবিশাল সময়ের প্রান্তরে প্রাপ্তিটা অজস্র দিনের
সাধনার বিষয় বলে গণ্য হয়।
হাত দিয়ে সূর্য সরায়ে নিয়ে এলেও উপরে
আঁধার লেগে থাকে গায়ে, আমি হই অন্ধকার।
নিকষ কালোর অন্তরে সচল নক্ষত্র এঁকে দিয়ে
এক ছোট্ট পৃথিবী গড়ে তুলে হব প্রেমিক।
তোমার গহীনে যে মানুষী বাস করে তার।
মিলন অথবা বিদায় বলে প্রশ্ন থাকবে না
সেখানে
নির্জন হবে
আর হবে আহ্লাদ।

 

গহীনে আহ্লাদ

© Shihab Shahariare Khan ||