বর্তমান বিশ্বে প্রচলিত ভাষাগুলোর মধ্যে ‘আলোকচিত্র’ একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশ মাধ্যম হিসেবে বহুল ব্যবহৃত। কেননা সমগ্র বিশ্বের মানুষ আজ এই ভাষা বোঝে এবং প্রচলিত অন্য ভাষাগুলোর মধ্যে আলোকচিত্র যে সুনির্দিষ্ট ও সুবিন্যস্ত অভিব্যক্তি বহন করে তার ব্যাপকতা অনেক বেশি। এর অন্যতম কারণ আলোকচিত্র একদিকে যেমন ইতিহাস সংরক্ষণ করে অন্যদিকে স্থান-কাল-গোষ্ঠী ভেদে ঐতিহাসিক দলিল হিসেবেও পরিগণিত হয়। শৌখিনতা থেকে শুরু করে নিজেকে একজন দক্ষ আলোকচিত্রী বা ফটোসাংবাদিক হিসেবে গড়ে তুলতে কিংবা একজন দক্ষ সিনেমাটোগ্রাফার হিসেবেও যদি দেখতে চাই তা হলে তার যাত্রা শুরু হয় আলোকচিত্র থেকেই। সেই দুইশ বছর আগে স্থায়ী সংরক্ষণের মাধ্যমে পোক্ত যাত্রা শুরু করলেও বর্তমানে আলোকচিত্রের সাথে যুক্ত হয়েছে ইতিহাস, সাহিত্য, কবিতা, ভিডিও, দর্শন, গবেষণা, সংগীত, নৃত্য, সিনেমা, নৃবিজ্ঞান, শারীরবিদ্যার মতন গুরুত্বপূর্ণ মাধ্যমগুলো। ফলে আলোকচিত্র আজ শুধুমাত্র একটি ভাব প্রকাশ মাধ্যমের মধ্যেই আর সীমাবদ্ধ নেই বরং পরিণত হয়েছে একটি উৎকৃষ্ট শিল্প মাধ্যম হিসেবে। ২০২১-২২ সালের মতন আলোকচিত্রের অতি পরিণত একটি সময়ে এসে এমন একটি শিল্প মাধ্যম চর্চার যে যাত্রার শুরু তা আসলেই ‘কোন জায়গা’ থেকে করা উচিত সেই সকল চিন্তা-ভাবনা-পরিকল্পনা-বিষয়বস্তুগুলো মাথায় রেখে রচিত হয়েছে এই বই। এই পাঠ পুনঃঅধ্যয়ন এবং পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে যে কেউ নিজেকে গড়ে তুলতে পারবেন আদর্শ আলোকচিত্রের ছাত্র বা ছাত্রী হিসেবে।

© Shihab Shahariare Khan ||